১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফয়েজ আহাম্মেদ মাহিন

ফয়েজ আহাম্মেদ মাহিন (চাঁদপুর প্রতিনিধি):-

আজ ১৪ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২২ এর আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

আজ সারাদেশে পালিত হচ্ছে একযুগে শহীদ বুদ্ধিজীবী দিবস, কারো মৃতদেহ পাওয়া গিয়েছিল আবার কেউ কেউ আজো নিখোঁজ।
বাঙালিকে মেধাশূণ্য করে দেয়ার সংকল্পে শত্রুপক্ষের নির্দেশে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চালানো হত্যাযজ্ঞে প্রাণ হারনো সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক সহ সকল বুদ্ধিজীবীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হলো শিক্ষার্থীদের শহীদ বুদ্ধিজীবী দিবসের সম্পর্কে ঘটে যাওয়া ঐদিনের ইতিহাস তুলে ধরা ও শহীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া বিষয় বস্তু তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির মাস্টার এর সঞ্চলনায় এই কার্যক্রমটি শুরু করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সিনিয়র সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার ও নমিতা সরকার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article