৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা-২০২৬ আয়োজক কমিটির ২য় সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা-২০২৬মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্যাম্পা শহরে আগামী বছর হতে যাওয়া ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’ উপলক্ষে আয়োজক কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমই) এর কনফারেন্স রুমে গতকাল অনুষ্ঠিত হলো অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ আইএনসি, আয়োজক কমিটির ২য় সভা।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সভায় উঠে আসে, এবারের ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ২০২৬-এ বাংলাদেশ থেকে প্রায় তিনশর বেশী প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্যসামগ্রী প্রর্দশনের মাধ্যমে বিদেশীদের উৎসাহিত করা হবে।

ইতিমধ্য অনেক উদ্যোগতা ইভেন্ট উপলক্ষে স্টল নেওয়া ও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্য আমাদের অনেক উদ্যোক্তা চমৎকার পরিবেশবান্ধব পণ্য সামগ্রী নিয়ে ফেস্টে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। উদ্যোগতারা ফেস্টে অংশগ্রহণের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও পণ্য প্রদর্শন করবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ)-এর প্রেসিডেন্ট আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভেন্টটির কনভেনার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহবায়ক জাকির হোসেন নয়ন এবং এমএসসি-বাংলাদেশের সিইও ও কান্ট্রি হেড ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পরিচালক কুদ সাইদ মোহাম্মাদ রশিদ, মো. আবু তায়েব দিপু, আরশেদ আলম পুলক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাবিব উল্লাহ খান, নাহিদ পরভিন খান, ড. আসাদ মাসুম বিন্দ্রাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে উপস্থিত সবাই পাট শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।



Share This Article