বছরের শুরুতেই ডুয়েট ক্যাফেটেরিয়ার উদ্বোধন

মোঃ রাকিবুল ইসলাম ডুয়েট প্রতিনিধি

আজ ১লা জানুয়ারি ২০২৫। নতুন বছরের শুরুতেই প্রয়োজনীয় সংস্কার শেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (ডুয়েট) গাজীপুরের একমাত্র ক্যান্টিন শহীদ মোস্তফা কামাল ক্যাফেটেরিয়ার নতুন টেন্ডারপ্রাপ্তরা আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড.মোহাম্মদ জয়নাল আবেদীন ও উপ-উপাচার্য এবং মেকানিক্যাল অনূষদের ডীন ড.মো. আরেফিন কাউসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য ফিতা কেটে ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন এবং তিনি নিজে খাবার কেনার মাধ্যমে ক্যাফেটেরিয়ার প্রথম কাস্টমার হন। এরপর তিনি ক্যাফেটেরিয়ার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্তদের সাথে খাবারের গুণ ও মান বজায় রেখে শিক্ষার্থীদের নাগালের ভিতরে খাবারের মূল্য নির্ধারণ করার জন্য পরামর্শ দেন। এবং ক্যাফেটেরিয়া পরিচালনার ক্ষেত্রে কোন প্রকারের অসদুপায় অবলম্বন না করার জন্য সতর্ক করেন। আজ সন্ধ্যায় ডুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে প্রথম দিনে তাদের কার্যক্রম জানতে চাইলে তারা জানায় যে প্রথম দিনেই তারা শিক্ষার্থীদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছেন এবং ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের প্রয়োজনে সকল প্রকারের সুযোগ সুবিধা দিবেন। ক্যান্টিন পরিচালনায় কোন প্রকারের রাজনৈতিক চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে “৩৬ই জুলাই এর পর থেকে বাংলাদেশের ব্যবসা করতে এখন কোন প্রকারের চাপ অনুভূত হয় না। আমরা এখন স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি।” উল্লেখ্য যে গত ১৮ই ডিসেম্বর নতুন দরপত্রের মাধ্যমে নতুন ক্যান্টিন পরিচালক আতিক সাহেব ডুয়েটের শহীদ মোস্তফা কামাল ক্যাফেটরিয়া এক বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায়।

Share This Article