খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম নগর বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উপমহাদেশের জনপ্রিয় এই নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। খালেদা জিয়াকে নিয়ে সরকারের প্রতিহিংসা বেড়েই চলেছে। তার চিকিৎসার জন্য দেশের মানুষ সোচ্চার থাকলেও সরকার অশুভ উদ্দেশ্যে বাধা দিচ্ছে। অথচ বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখেছেন। তাই খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্ত করতে আমাদের জীবন বাজি রাখতে হবে

তিনি আজ (১৩ জুলাই) বাদে আসর নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব নাজিমুর রহমান।

এসময় ব্যারিস্টার মীর হেলাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। আওয়ামীলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করার কারণেই খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। শুধু সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্মম, নিষ্ঠুর জুলুম নেমে এসেছে। তাই খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখা সম্ভব নয়। সবাইকে দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জীবন বাজী রেখে ঝাপিয়ে পড়তে হবে।

নাজিমুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে কালক্ষেপণ করেছে সরকার। কেবলমাত্র রাজনীতি ও জনগণ থেকে দুরে রাখার জন্য একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেল জুলুম নির্যাতন ও নিপীড়ন করছে। আওয়ামী লীগ জানে, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কাছে তাদের অন্যায় অত্যাচার টিকবে না। কারণ জিয়া পরিবারের জনপ্রিয়তাকে তারা ভয় পায়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আলহাজ্ব এম এ আজিজ, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, শামসুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, হারুন জামান, হাজী মো. আলী, এম এ হান্নান, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মো. আজম, মোশাররফ হোসেন ডেপটি, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, থানা সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, গিয়াস উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শম জামাল উদ্দিন, কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব এড. আবদুল আজিজ, জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন সহ ১৫ টি থানা ৪৩ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Share This Article