পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করে বাংলাদেশকে চাপে ফেলবে, আশা আমির সোহেলের

বাংলাদেশ চিত্র ডেস্ক

এক প্রশ্নের উত্তরে আমির সোহেল বলেছেন, ‘খেলা এখনো অনেক বাকি আছে। আশা করছি, দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বড় স্কোর করবে। এটা করে তারা বাংলাদেশকে চাপে ফেলবে এবং ম্যাচ জমিয়ে তুলবে।’ আতহারও বলেছেন যে ম্যাচ এই মুহূর্তে ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, এখান থেকে যেকোনো দিকে যেতে ঝুলে পড়তে পারে।

গতকাল নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে লিটন দাস (১৩৮) ও মেহেদী হাসান মিরাজের (৭৮) ১৬৫ রানের জুটিতে অলআউট হওয়ার আগে ২৬২ রান করে বাংলাদেশ।

লিটন ও মিরাজের গতকালের ব্যাটিং বিশ্লেষণ করে আতহার আলী বলেছেন, ‘বল পুরোনো হয়ে উজ্জ্বলতা হারানোর পর সুইং হয়নি। পাকিস্তানের বোলারদের জন্য এটাই সমস্যা হয়ে গেছে। এই উইকেটে বলের উজ্জ্বলতা কমে গেলে ব্যাটিং করতে সুবিধা হয়।’

আতহার আলীর সঙ্গে একমত আমির সোহেলও। এ কারণে তিনি পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রথম সেশনটা ধৈর্য নিয়ে কাটিয়ে দেওয়ার পরামর্শ দেন। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে। মাসুদ ২৮ ও বাবর আজম ৭ রান নিয়ে উইকেটে ছিলেন।

Share This Article