
খবর বিজ্ঞপ্তি।
গোপালগঞ্জ এ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বি এন পির পার্টি অফিসে র সামনে থেকে শুরু করে সোনালী ব্যংন্ক চত্বর ঘুরে পার্টি অফিসে র সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে শেষ করে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সমাবেশে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন সারাবাংলাদেশ স্বাধীন হলেও এখনও গোপালগঞ্জ স্বাধীন হয়নি।সারা বাংলাদেশের আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসী রা গোপালগন্জে যেয়ে আশ্রয় নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।কিছু দিন আগে তারা সেনাবাহিনীর উপর হামলা করেছে, তার রেশ যেতে না যেতেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানী ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার নিজের বাড়িতে যাওয়ার সময় হামলা করে, হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীয়া সম্পাদক মোঃ শওকত আলী দিদার নিহত ও এস এম জিলানী ভাই, তার সহ ধর্মীনী রত্না ভাবি সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়। কিন্তু প্রশাসন এখনও কোন সঠিক পদক্ষেপ নিতে ব্যার্থ হয়েছে।
আমাদের প্রশ্ন যৌথবাহিনি ও পুলিশ প্রশাসন এখনও কেন অভিযান দিয়ে সন্ত্রাসী দের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে কালক্ষেপণ করছে।সন্ত্রাসী দের গ্রেফতার না করলে জিয়ার আদর্শের সৈনিকেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে,তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বর্তমান সরকারকে তার দায়ভার বহন করতে হবে।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ দিলু,আনোয়ার হোসেন আনো, মনির খান, এস্কেন্দার মীর্জা,বোরহান বিশ্বাস,জুলফিকার আলী ভুট্টো,রফিকুল ইসলাম,আবু নাঈম বাপ্পি, আবু তাহের হিরা, খান ওহিদুজ্জামান, মোশাররফ শিকদার, ব্রোজেন ঢালী,এস এম শামীম আহম্মেদ, সোহাগ মুন্সি, আবু তাহের, আসাদুজ্জামান বিল্পব, লিটন মোল্লা,শাহাবুদ্দিন আহম্মেদ, হারুন সর্দার, ইফতেখার হাসান বাপ্পি, জাভেদ সেখ,,অমল মন্ডল, সিদ্দিক শিকারী,পলাশ, আরমান,মেকসেদ আহম্মেদ,আবুল কাশেম,নিয়াম মল্লিক,ফেরদৌস আহম্মেদ,এনামুল হক,ফরিদ আহমেদ, সিহাবুল ইসলাম সিহাব,রাজীব, করীম, আবুল কালাম আজাদ,এনামুল হক,মশিয়ার বিশ্বাস,নয়ন, আবু তালেব, তাজমুল হাসান, মালেক, ফরহাদ, আয়ুব আলী,রাজু মল্লিক, লিটন হাওলাদার,
ছাত্রদলের হুমায়ন কবীর রুবেল,, নয়ন, তাজু রনি,মহাসিন, সিরাজুল ইসলাম সাগর, জাবেদ, নাসুদ, মামুন, লিটন,রাজু,ইমতিয়াজ আলী সুজন,মোস্তাকিন,প্রমুখ।