ফ্যাসিস্টরা শক্তিশালী হলেও তাদের ষড়যন্ত্রের জাল আমাদের শক্তির চেয়ে বেশি নয়: জুনায়েদ সাকি

সহ সম্পাদক

স্টাফ রিপোর্টার।।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্টরা শক্তিশালী হলেও তাদের ষড়যন্ত্রের জাল আমাদের শক্তির চেয়ে বেশি নয়। ভারতীয় শক্তির পক্ষে সমর্থিত হয়ে আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভারতে বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব তাদের এইসব ষড়যন্ত্রমূলক তৎপরতার ফলে আজ হুমকির সম্মুখীন। এদের রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে গণসংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জুনায়েদ সাকি বলেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বনির্ভর করতে হবে। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র হবে স্থানীয় সরকার।

তিনি বলেন, এই সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই। কীভাবে সফল করা যায় সে বিষয়েই রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। সরকারের রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক উত্তরণে সাফল্যের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারকে জবাবদিহির আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকারের জবাবদিহির মধ্যে আনতে হবে। জনগণের কাছে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নেই। দুই টার্ম (মেয়াদ) থাকলেও তো তিনি ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, আমরা মনে করি, সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি–-পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে।

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য আল আমিন শেখ। বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, নারীনেত্রী ও উন্নয়ন সংগঠক শিলভী হারুন, অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. অলিয়ার রহমান শেখ, ঝিনাইদহ জেলা আহবায়ক নজরুল ইসলাম, খুলনা মহানগর জেএসডির সভাপতি খান লোকমান হাকিম, প্রমুখ।

Share This Article