মতলব পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২৩

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২৩ সারাদেশের একযোগে পালিত হচ্ছে। চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলায় মতলব পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, মতলব উত্তর উপজেলায় গজরা বাজারে মতলব পাঠাগারটি
তরুণ ও তরুনীদের পাঠকদের সমাহার এবং সমাজের প্রতিটি সুশিক্ষিত কোমলমতি শিশু, যুবকদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে একটি পাঠাগারের বিকল্প নেই, আলোচনা সভায় প্রবীণ ও নবীনদের সমন্বয়ে রচনায় বিজয়ীদের হাতে বই উপহার হিসাবে তুলে দেন। উপস্থিত ছিলেন পাঠাগারের পাঠক, বাদল ফরাজি, নুর হোসেন সোহান জাফরিন আক্তার, সিপন আহম্মেদ, খাদিজা আক্তার, নিহাল সরদার, শাহাদাৎ হোসেন, সারা ফাউন্ডেশনের আহ্বায়ক সানি ইসলাম ও সদস্য সচিব, সাইফুল ইসলাম সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ অনেকেই

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দেশ-বিদেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনের কর্মী, মতলব পাঠাগার’র পক্ষ থেকে , লেখক, প্রতিনিধি ও শুভানুধ্যায়ী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আসুন আমরা প্রত্যেকটি গ্রামে একটি পাঠাগার নির্মাণ করি। আমাদের একটি বই উপহার দেওয়ার জন্য অনুরোধ রইলো। মতলব পাঠাগার আপনাদের পাঠাগার আমাদের পাঠাগার।

Share This Article