
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ছালেহ আহমেদ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মীর কাশেম বহুমখী উচ্চ বিদ্যালয়ের মাঠে
ইউনাইটেড ক্লাবের সার্বিক সহযোগিতায় ইউনাইটেড ক্লাব এর সদস্য ফজলে এলাহী রাব্বির সঞ্চালনায় ইউনাইটেড ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নির্বাহি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর উদ্দিন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু ও আমেরিকান প্রবাসী শেখ মনিরউরুজ্জামান ভূটো।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমানের ট্রফি উদ্ভোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়। ফাইনাল খেলায় মিরআলীপুর এলিভেন স্টার বনাম এলিভেন স্টার ক্লাব বজরা এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত ১২ ওভারের খেলায় এলিভেন স্টার ক্লাব বজরা ব্যাটিংয়ে ১০২ রান করে। এরপর মিরআলীপুর এলিভেন স্টার নির্ধারিত ওভারের আগেই বিজয়ী লাভ করে।
সব শেষে ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ সহ রানার্স আপ এবং বিজয়ী দলকে পুরস্কৃত ও ট্রফি তুলে দেওয়া হয়।
বীরমুক্তিযোদ্ধা শহীদ ছালেহ আহমেদ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, নাঈম উদ্দিন ইমন, রামিম মজুমদার, মোহাম্মদ জাবেদ, আবদুল্লাহ আল মাছরুর, মুরশিদ মজুমদার সহ সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া অনুরাগী ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।