বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজার‍ল্যান্ড

বাংলাদেশ চিত্র ডেস্ক

দ্বিপক্ষীয়ভাবে উন্নয়ন সহযোগিতা ২০২৮ এর পরে বন্ধ করে দেবে সুইজারল্যান্ড। বাংলাদেশ, জাম্বিয়া ও আলবেনিয়া– এই তিনটি স্বল্পোন্নত দেশের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। এই তিনটি দেশ আগামী কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে।

এ বিষয়ে একটি সূত্র জানায়, বর্তমানে সুইজারল্যান্ড যে সহযোগিতা দিয়ে থাকে সেটি ২০২২-২৫ মেয়াদের জন্য কৌশলপত্রের অধীনে। এরপর ২০২৮ পর্যন্ত সুইজারল্যান্ড কীভাবে সহযোগিতা দেবে সেটি নিয়ে তারা কাজ করছে।

তিনি বলেন যে তবে এই সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে যে সহায়তা সেটি সুইজারল্যান্ড অব্যাহত রাখবে।

এদিকে, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। এর ফলে বাজার প্রবেশাধিকার, স্বল্প সুদে ঋণ, উন্নয়ন সহযোগিতার মতো বিষয়গুলো ক্রমেই সংকুচিত হয়ে আসবে এবং এক সময় বন্ধ হয়ে যাবে।

Share This Article