নোয়াখালীতে জায়গায় বিরোধের জের ধরে হামলা, আহত ৩

সহ সম্পাদক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জায়গায় সক্রান্ত বিরোধের জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের রায়েত বাড়ির রমজান আলীর ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেনের সাথে মোস্তফা পুল বাজারে। 

অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, একই বাড়ির আবদুল মতিন, আবদুজ জাহের এর সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধী চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে আব্দুজ জাহের বাদী হয়ে আমাদের কে আসামী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। উক্ত মামলাটি দো-তরফা শুনানীতে বাদীর অভিযোগে ৬ ফেব্রুয়ারী খারিজ হয়ে যায় ও মিথ্যা প্রমানিত হয় বলে জানায়। এরপর তারা সাদ্দামের উপর ক্ষিপ্ত হয়ে  শরীফ, মাহফুজ, মহিন, রুবেল মোস্তফা পুল বাজারে আমাকে আহত করে। এরপর আমাকে উন্নত চিকিৎসার জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে যাওয়া হয়। 

এই বিষয়ে সাদ্দাম হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এস আই পলাশ দাস তদন্তে আসলে বিবাদী পক্ষ আমার স্ত্রীর ও আমার প্রবাসী ভাইয়ের উপর গায়ে হাত তোলে। তাই আমি এর প্রতিবাদ করতে গেলে তারা আমার উপর ক্ষিপ্ত।

ঘটনার অভিযুক্ত আব্দুজ জাহের সহ অন্যান্যরা বলেন, যে জায়গা নিয়ে ঝামেলা এটি আমাদের ওয়ারিশান সম্পত্তি। তারা আমাদের জায়গা দখল করে নিতে চায়। আল্লাহর কোরআন বুকে নিয়ে বলছি আমরা তাদের জায়গা দখল করি নি। সাদ্দামের উপর হামলার বিষয় জানতে চাইলে এলাকার যুবকরা বলেন, সাদ্দাম হোসেন সমাজে নানা অনিয়ম করে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ করাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সে পড়ে গিয়ে আহত হয়। 

বেগমগঞ্জ মডেল থানার এস আই পলাশ দাস বলেন, ঘটনা তদন্ত করতে সরে জমিনে গিয়েছি। তদন্ত করে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন তিনি।

Share This Article