আশুলিয়ায় ‘মনের কথা’ অনুষ্ঠানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকায় অনুষ্ঠিত হলো ‘মনের কথা’ শীর্ষক এক মতবিনিময় সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল বাসেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: শাহিন সরকার।

বক্তব্যে শাহিন সরকার বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের ভোটের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

এসময় তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বিএনপিকে সমর্থন দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং তরুণদের রাজনৈতিক সচেতনতা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Share This Article