দালাল ও দুনীর্তিবাজদের ধরিয়ে দিন – নির্বাচন কমিশনার আজগর আলী

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটার আইডি কার্ড নিয়ে যারা দালালী ও দুনীর্তি করে তাদের ধরিয়ে দিন। সে যেই হউক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বললেন নির্বাচন কমিশনার মোঃ আজগর আলী।

মঙ্গলবার (০৪/০৪/২৩) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক ঐক্য পরিষদের সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এক কথা জানান তিনি।

সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল বলেন, যদি আপনার অফিসের কোন সহকারী দালাল ও দুনীর্তির সাথে জড়িত থাকেন সেক্ষেত্র আপনি কি ব্যবস্থা নিবেন?
আজগর আলী – সে যেই হউক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক সৈকত শাহরিয়ার লেলিনঃ ভোটার আইডি কার্ড করতে কি কোন টাকা নেয়া হয়।

আজগর আলী – ভোটার আইডি কার্ড করতে কোন রকম অবৈধ টাকা নেয়া হয় না। যদি কেউ টাকা নেয় তাকে ধরিয়ে দিন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক মোঃ রেজাউল হক রহমতঃ দালালদের রুখতে আপনারা কি কখনো কোন ব্যবস্থা নিয়েছেন?

আজগর আলী- সাক্ষী-প্রমানসহ এখনো কোন অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক সাফিঃ ভোটার স্লিপ হারায় গেলে করণীয় কি?
আজগর আলী – শুধু স্লিপ নয় ভুক্তভোগীরা যে কোন সমস্যায় সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি সরকারি নিয়মমাফিক কাজ করে দিবো।

সাংবাদিক মেহেদী খোকাঃ আপনার অফিসের সহকারী দ্বারা অনেকে নাকি হয়রানি হয় ও টাকা পয়সা চায় সংশোধনির জন্য এটা ঠিক কিনা?

আজগর আলী – কেউ যদি টাকা চায় তথ্য-প্রমান সহ অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক কয়েছ আহমেদ বেপারিঃ আপনি কি বলছেন আপনার অফিস দালাল ও দুনীর্তি মুক্ত?

আজগর আলী – আমি বলবো আমার সংগঠন দালাল ও দুনীর্তি মুক্ত। যদি কেউ দালালি ও দুনীর্তি করে তাকে ধরিয়ে দিন।

Share This Article