‘আ.লীগের মতো ভোট ছাপিয়ে ক্ষমতা যেতে চায় না বিএনপি’: ইঞ্জিনিয়ার খালেদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগের মতো ভোট ছাপিয়ে বিএনপি ক্ষমতা যেতে চায় না। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এই দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে দেশের সকল সংস্কারের বিস্তারিত বলা রয়েছে। তাই আমরা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার লক্ষে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর উপজেলা ও স্থানীয় নেতাকর্মী নিয়ে পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাজারে, মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গণসংযোগ করেন।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুল রহমান কচি মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এড. গোলাম সারওয়ার খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।

Share This Article