শেখ হাসিনার রায়ের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে দুই রাকাত শুকরানা নামাজ আদায়

বাংলাদেশ চিত্র ডেস্ক

শেখ হাসিনা ও তার দোসর আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশে নওগাঁয় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছে। সোমবার সন্ধ্যায় বাদ মাগরিব নওযোয়ান মাঠের পাশের প্রধান সড়কে এই নামাজ আদায় করে।

এদিকে জেলা বিএনপি রায়ের পর কোন কর্মসূচি পালন করে নাই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, রায়কে কেন্দ্র করে কোন অরাজকতা সৃষ্টি যেন না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।

জামায়াতে ইসলামীর নওগাঁর মুখপাত্র এডভোকেট আব্দুর রহিম এর সাথে কথা বললে তিনি জানান, কোন কর্মসূচি নেই, তবে ওই রায়ে আমরা সন্তুষ্ট। দলের পক্ষে কর্মসূচি গ্রহণ করা হলে তখন জানানো হবে। জেলা এনসিপি রায়ের পর কর্মসূচি পালন করে নাই।

Share This Article