মোহাম্মদপুরে ৬টি পেট্রোল বোমা নিয়ে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে ৬টি পেট্রোল বোমাসহ ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব।

আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article