বেগম জিয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে কাতার সরকার: এম এ মালিক

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, বেগম জিয়ার জন্য কাতার সরকার এয়ার এম্বুলেন্স প্রস্তুত রেখেছে। মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জনসংযোগ কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসার, এতিমখানার পাশাপাশি মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন দোয়ার দরখাস্ত নিয়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে স্বদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share This Article