শোকাবহ আগস্টে জামালপুরে আ’লীগের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালি

বিল্লাল হোসাইন, জামালপুর:

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের স্মরণে জামালপুরে জেলা আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গু সচেতনতায় আলোচনা ও র‍্যালি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা স্বাচিপের সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই বলে উল্লেখ করেন। এছাড়া ঘুমানোর সময় সবাইকে মশারি টানানোর অনুরোধ করা হয়। ডেঙ্গুর লার্ভা যেন জন্মাতে না পারে সেজন্য জমে থাকা পানি পরিষ্কারে সবাইকে কাজ করারও অনুরোধ জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু সচেতনতায় জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালিতে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও নার্স ইনস্টিটিউট এর শিক্ষার্থীসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article