ইবি তারুণ্যে’র বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ চিত্র ডেস্ক

রিয়াদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ করে সংগঠনটির সদস্যরা।

সকাল সাড়ে ১০টার দিকে জিমনেশিয়াম চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। তারুণ্যের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মোঃ মমতাজুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের অভ্যন্তরে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের বৃক্ষ যেমন- শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডাসহ অন্যান্য শোভাবর্ধনকারী ৩০টি বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে তারুণ্যের সদ্য সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই এবং সদ্য সাবেক সহ-সভাপতি মুরসালিন আহমেদ সানি-সহ প্রায় ৭০ জন বর্তমান এবং সুবাসিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং সদস্যদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।

সংগঠনটির সভাপতি মোঃ: মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু, যেটি ব্যতীত আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। শুধু গাছ লাগানোই নয় বরং এগুলো পরিচর্যা করাও আমাদের দায়িত্ব। এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর প্রতি যত্নশীল হতে সকলকে উৎসাহিত করেন তিনি।

##নাজমুল সুজন বিশ্বাস / দৈনিক বাংলাদেশ চিত্র

শার্শা (যশোর)

Share This Article