
নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সোনাইমুড়ী মানব কল্যান ফাউন্ডেশনের গঠনতন্ত্র বহির্ভূত অনিয়ম, যৌথ ব্যাংক হিসাব ও নির্বাচিত কমিটি ছাড়া এবং আজীবন সদস্যদের অবমূল্যায়ন, মিথ্যা জাল-জালিয়াতি করে সাত জনের স্থায়ী কমিটি তথা মালিকানা দাবী করে টাকা পয়সা কুক্ষিগত করার প্রতিবাদে আজীবন সদস্যবৃন্দের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলন লিখিত আকারে পাঠ করে জানানো হয়, সোনাইমুড়ী মানব কল্যান ফাউন্ডেশনের আজীবন সদস্যদের পাচ হাজার টাকা হারে দুইশত জন সদস্যের যৌথ অনুদানে পরিচালিত সোনাইমুড়ি মানবকল্যাণ ফাউন্ডেশন। বর্তমানে ফাউন্ডেশনের লভ্যাংশ সহ চৌদ্দ লাখ টাকা রয়েছে। দুই হাজার সাত সালে জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন পাওয়ার পর দুইশত জন আজীবন সদস্যের মধ্যে একশত পয়ত্রিশ জন বিতর্কিত কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে তারা পাচ সাত জন মিলে এই কমিটি চূড়ান্ত করে। তাই এই কমিটি আজ থেকে কোন আজীবন সদস্য মেনে নেয় নি এবং মানবেও না। সোশ্যাল মিডিয়া লেখালেখি করে অনেকে প্রতিবাদ করেছেন এবং কয়েকটি প্রোগ্রাম করে তার নিন্দা জানিয়েছেন আজীবন সদস্যবৃন্দরা। সাতাশ জন উপদেষ্টা মন্ডলির মধ্যে পচিশ জন ও এই বিতর্কিত কমিটির বিরোধিতা করেন এবং এই বিষয়ে তারা কিছুই জানেন না। এই সময় সংবাদ সম্মেলন থেকে সকল আজীবন সদস্যদের কে নিয়ে মতামতের ভিত্তিতে পুনরায় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছন তারা।
এই সময় উপস্থিত ছিলেন আজীবন সদস্যবৃন্দ হাজি মোহাম্মদ খলিল, আলাউদ্দিন বাহার টিটু, হেলাল, হাজি মোহাম্মদ আজিম মিঞা, মুকসেদ, ওমর ফারুক, মনির ভূঁইয়া সহ আরো অনেকে।