কবি সুজনের লেখা চার গজল


Parvej Husen Talukder প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ /
কবি সুজনের লেখা চার গজল
কবি সুজনের লেখা চার গজল

জনপ্রিয় ইউটিউব চ্যানেল স্টুডিও তালহার ব্যানারে আসছে কবি মিলাদ হোসেন সুজনের লেখা প্রথম প্রার্থনামূলক সংগীত “সুপথ দেখাও” যার সুরকার ও শিল্পী আব্দুল্লাহ আল-মুমিন।
তাছাড়াও “ভাসবে যখন ইতির ডাক” শিরোনামে প্রকাশ হয়েছে একটি মরমি সংগীত, যা জনপ্রিয় ইউটিউব চ্যানেল “শালিক টিউন” এ প্রকাশ হয়েছে। এটিতে সুর ও কন্ঠ দেন ওয়ালী খান।

জনপ্রিয় শিল্পী হাসান নাকিবের সুর ও তরুণ শিল্পী কামরুজ্জামানের কন্ঠে প্রকাশ হচ্ছে তাঁর আরও একটি জীবনমূখী সংগীত “ভয় পাওয়া নয়”।

তাছাড়াও আরও দুইটি সংগীত প্রকাশ প্রক্রিয়ায় আছে, কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে।

কবি মিলাদ হোসেন সুজন ৪ঠা নভেম্বর ২০০২ খ্রিস্টাব্দে বাদেদেউলী গ্রামের ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মোঃ- রবিজ আলী ও মাতা রাজিয়া আক্তারের ৫ সন্তানের মধ্যে তিনি ৩য়। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি তারই ধারাবাহিকতায় এখনো লিখে যাচ্ছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, ম্যাগাজিনে। পাশাপাশি তার সম্পাদনায় সংকলিত হয়েছে হেরার জ্যোতি,ও নীলাদ্রি কাব্য সম্ভার নামে দুটি গ্রন্থ। এবং স্বপ্নসিঁড়ি নামেও একটি মাসিক সাহিত্য পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছন একাধিক পুরস্কার।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে স্নাতকে অধ্যয়নরত আছেন।