সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার ৪র্থতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার আওতাধীন সিন্দুরপুর ইউনিয়নের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।

২০১৮ সালের ৫ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থা। ২০২২ সালের ৫ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে সংগঠনটি ৫ম বর্ষে পদার্পণ করেছে। এই চার বছরের মধ্যেই সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থা ফেনী জেলায় তাদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এক্টিভ সেচ্ছাসেবী তৈরি, সেচ্ছাসেবীদের ডিসিপ্লিন ও কর্মঠ মনোভাবের জন্যে ফেনী জেলায় প্রশংসীত হচ্ছে তারা। অতি তাড়াতাড়ি তারা ঢাকা ও চট্টগ্রাম জেলায় রক্তদানে ভূমিকা রাখতে কমিটি দেওয়ার কথা জানিয়েছে। ভবিষ্যতে সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যাক্ত করেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল।

Share This Article