ঘাটাইলে মুক্তিযোদ্ধার সন্তানের নির্বাচনী ব্যয় বহনের আশ্বাস মুক্তিযোদ্ধাদের

বাংলাদেশ চিত্র ডেস্ক

আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, টাঙ্গাইলের ঘাটাইলের জাহাজ মারা খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক আতিকুর রহমান (আতিক) প্রতীক পেয়েছেন চশমা।

তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি।আতিকুর রহমানের নির্বাচনী ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন মুক্তিযোদ্ধারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও মোজাফফর আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান,আব্দুস ছাত্তার ভূইয়া, বাবুল খান, আবুল কাশেম, খসরু, হোসেন আলী, মজিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মো. আতিকুর রহমান।

 

Share This Article