পাইকগাছায় উপজেলা পরিষদের নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনিকভাবে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯৭টি কেন্দ্রে আজ শনিবার সকাল থেকে ব্যালট পেপার ছাড়াও জনবল ও সকল আসবাবপত্র পাঠানো হয়েছে।

৯৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩১ হাজার ৯’শ ৩৮ জন। প্রার্থী সংখ্যা চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

এ উপজেলায় নির্বাচনে ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৬’শ পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, ১২’শ ৬১ জন আনসার মোতায়ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে ১জন ম্যাজিস্ট্রেট, ১৩ জন আনসার ও ৩ জন পুলিশ ভোট গ্রহণ ও গনণাকাল পর্যন্ত মোতায়েন থাকবে বলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

Share This Article