মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ও স্কিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজ মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী “Career Development & Skill Enrichment Workshop – 2025”। “Build Your Future with Skills, Ethics and Vision”—এই প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা চর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

সকাল ৯টা পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিএসই ক্লাবের সভাপতি মো. আনিস উদ-দৌলা স্বাগত বক্তব্য প্রদান করেন।

এরপর অনুষ্ঠিত হয় বিশেষ IELTS সেশন, যেখানে প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন, সাবেক ট্রেইনার, ব্রিটিশ কাউন্সিল। সেশনে IELTS প্রস্তুতি, কৌশল এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষায় সুযোগ তৈরির পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা হয়। পরে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং,সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান। 

এরপর Creative IT-এর পক্ষ থেকে তাদের সেবা ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হয়।

ক্যারিয়ার গাইডেন্স ও উচ্চশিক্ষা বিষয়ক পর্বে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব ক্যারিয়ার উন্নয়নমূলক বক্তৃতা প্রদান করেন। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তী পর্বে ‘Admission Fair’-এর উদ্বোধন ঘোষণা করেন ড. মির্জা গালিব। 

Royal Pacific Education-এর পক্ষে মো. পাভেল সরকার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। Study in Australia বিষয়ক আলোচনা করেন মো. আক্তার হোসেন, Study in USA বিষয়ে বক্তব্য রাখেন ড. ইমরান আনসারি এবং Study in UK বিষয়ে দিকনির্দেশনা দেন ড. হান্নান মিয়াজী। শেষে একটি প্যানেল Q&A সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

দুপুরের অধিবেশনে গবেষণা বিষয়ক সেশন পরিচালনা করেন ড. আবু সুফিয়ান, পিএইচডি (যুক্তরাষ্ট্র)। তিনি শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে একটি কবিতা আবৃত্তি এবং RISDA-Bangladesh-এর পক্ষ থেকে একটি উপস্থাপনা হয়, যেখানে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। 

সবশেষে অনুষ্ঠিত হয় ‘CV Writing Session’, যেখানে ইমাম তানভীর আল-আলম (Royal Pacific Education) বাস্তবভিত্তিক সিভি তৈরির কৌশল ও কাঠামো নিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেন।

দিনব্যাপী কর্মশালার শেষাংশে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাস্তবজ্ঞান অর্জন করেন এবং নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কার্যকর দিকনির্দেশনা লাভ করেন। সিএসই ক্লাবের এমন উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ।

Share This Article