
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: এই দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপকর্মের বিচার এই মাটিতে করতে হবে এবং এটার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর হক শপিং কমপ্লেক্সের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে বেগমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সদস্য সচিব, শাহ আব্দুল্লাহ আল বাকী, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বাংলাদেশ সড়ক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাহার, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস মোঃ হানিফ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ আঞ্চলিক পত্রিকার সম্পাদকগন, জেলা, উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।