এইতো মানুষ হয়ে উঠিয়াছি || রাশিদুল ইসলাম রাশেদ

এইতো মানুষ হয়ে উঠিয়াছি || রাশিদুল ইসলাম রাশেদ

এইতো মানুষ হয়ে উঠিয়াছি
রাশিদুল ইসলাম রাশেদ

আমি মানুষ হয়ে উঠিয়াছি
তোমরা যেমন মানুষ চাও
স্বার্থপরের শিকলে বন্দি জটিল মানুষ
যেখানে শিশুদের মতো চিৎকার করে
কেউ কান্নাও করতে পারেনা
যেখানে অভিনয়ের আড়ালে সব বন্দি করে রাখতে হয়
আমি তেমনই এক মানুষ হয়ে উঠিয়াছি।

তোমরা তো দেখোনি
তোমরা পছন্দও করতে আসোনি
একটা শিশুসুলভ হৃদয় কে
যেখানে সুন্দর আবেগের আড়ালে
পবিত্র ভালোবাসা লুকিয়ে ছিলো
যেখানে সুন্দর স্পর্শের আড়ালে
সুন্দর অনুভূতি লুকিয়ে ছিলো
তোমরা তা বুঝতেও আসোনি।

তাইতো আমি মানুষ হয়ে উঠিয়াছি
তোমরা যেমন মানুষ চাও
জটিল আবরণে ঘেরা অভিনয়ের মানুষ
স্বার্থপরের মতো মানুষ
অমানবিকতার আড়ালে লুকিয়ে রাখা মানুষ
যেখানে মানুষ মানুষকে বুঝতেই শিখেনি
যেখানে মানুষ মানুষকে ভালোবাসতেই শিখেনি
আমি তেমনই এক মানুষ হয়ে উঠিয়াছি।

Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com