তুরস্ক এবং সিরিয়ায় আন্তর্জাতিকআউট গোয়িং কল ফ্রি – গ্রামীণফোন

তুরস্ক এবং সিরিয়ায় আন্তর্জাতিকআউট গোয়িং কল ফ্রি – গ্রামীণফোন

আন্তর্জাতিক ডেস্ক ::

[ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৩] মানুষ ও সমাজের প্রয়োজনেআবারও পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন। এখন বাংলাদেশথেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় ফ্রি কল করেউদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগকরতে পারবেন। গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলেরক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না।

গত প্রায় এক শতাব্দীর মধ্যে তুরস্ক ও সিরিয়ায় সবচেয়েভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে; সর্বক্ষণ চলছে উদ্ধারতৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রইসারাবিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদেরসাথে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। মানুষকে প্রয়োজনেকানেক্ট করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসেরধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবংসিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করেদিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগকরতে পারেন।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে; একইসাথে,ভূমিকম্পের ভয়াবহতা থেকে যারা বেঁচে ফিরছেন, তাদের গল্পযেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চার ও করছে।ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছেবাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশেরসর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন। দায়বদ্ধ ব্যবসায়িকপ্রতিষ্ঠান হিসেবে, দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমনউদ্যোগ গ্রহণ করলো গ্রামীণফোন।

Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com