আজিজ আহমেদ,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক হাফলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে মধ্য রাত চলে এই অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের সেতুভাজ্ঞা বাজার সংলগ্ন অত্র মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র মাদরাসার ছাত্রদের মধ্যে কোরআন তেলোয়াত, হামদ-নাত, আরবি- বাংলা বক্তৃতা, বাংলা কবিতা, বাংলা-আরবি-উর্দূ নাশিদ, আরবি-বাংলা আবৃত্তি, ইসলামি সভ্যতা বনাম পশ্চিমা সভ্যতার পার্থক্য, বাংলা-আরবি কথোপকথন এর প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইমদাদুল উলুম কালিকাপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং কুমিল্লা মারকাযুস সুন্নাহ ওয়াল ইরশাদ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শাহেদ রাহমানী।
অতিথিরা বক্তব্যে বলেন, ইসলামকে ধংস করার জন্য ইহুদিরা নানান ভাবে জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইসব থেকে পরিত্রাণের জন্য ইসলামের দিকে আহবান করতে হবে। ইসলামের সুনির্দিষ্ট পথে চলতে হবে। এই প্রতিযোগিতার মুল বিষয় বস্তু ছিল বৈচিত্র্যময়। সব ধরনের শিক্ষার্থী যাতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে পারে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মসজিদের ইমাম-খতীব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।