সিংড়ায় লাল সবুজ ফাউন্ডেশনের কম্বল বিতরন!

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাকারিয়া মাসুদ, সিংড়া, (নাটোর) প্রতিনিধি::
নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকায় লাল সবুজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথম বারের মত শীতার্থদের মাঝে,
শীত বস্ত্র ( অর্ধশত কম্বল) বিতরণী কাজ সম্পুর্ণ এ সময় উপস্থিত ছিলেন
আগপাড়া শেরকোল বন্দর জামে মসজিদের খতিব সাহেব মাও গোলাম মোস্তফা ও খন্দকার পাড়া জামে মসজিদের খতিব মাসুম বিল্লাহ ও ফাউন্ডেশনের সভাপতি, মো: সজিব আহম্মেদ সাধারণ সম্পাদক, মো: সুলতান মাহমুদ (বাবু) অর্থ সম্পাদক, মো: রাজু আহম্মেদ আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যগণ
তারা সংগঠনের জন্য
জন্যে দোয়া ও সার্বিক সহযোগিতা করে পাশে থাকার অনুরোধ করেছেন।
অনুদান পঠানোর নাম্বার
বিকাশ = ০১৭০৫৬৮২৫৮৭
নগদ= ০১৭০৮০৮৬৫৪৩

নাজমুল সুজন বিশ্বাস::শার্শা-যশোর // দৈনিক বাংলাদেশ চিত্র

Share This Article