
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে
সন্ধ্যার পরেই ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মন্ডলপাড়ার দেলোয়ার ভিলার দ্বিতীয় তলার বেলাল হোসেনের ভাড়া বাসায়।
সরজমিনে ও ঘটনার স্থলে গেলে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাসায় কেউ না থাকায় এ সুযোগে বাসার পিছন দিয়ে রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাতরা। এই সুযোগে তারা দুইটি আলমারি ভেঙ্গে সাড়ে ৯ ভরি স্বর্ণলংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। এর আগেও এই বাসায় আরেকবার ডাকাতিও হয়েছে জানিয়েছেন। এতে প্রায় আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় বেলাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে থাকা পুলিশ ফাঁড়ির এসআই জসীম আল মামুন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মুঠোফোনে তিনি বলেন এখনো তাদেরকে চিহ্নিত করা যায়নি। দ্রুত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে ও অপরাধীদেরদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।