

শিক্ষা ও বিনোদন ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সারাদেশ ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু করেন “জাতীয় সীরাত প্রতিযোগিতা-২০২৫”।সেখানে মোঃ গোলাম দস্তগীর নামে মাস্টার্স ফলাফল প্রত্যাশি এক শিক্ষার্থী তার মাস্টার্স অধ্যয়নকৃত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হিসেবে, প্রথমে হবিগঞ্জ জেলা পর্যায় অতিক্রম করেন। অতঃপর গত ২৭ শে মে ২০২৫ এ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ের লিখিত পরীক্ষা। সে পরীক্ষায় পুরো সিলেট বিভাগের শিক্ষার্থীদের ছাড়িয়ে উত্তীর্ণ হওয়ায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান তিনি।সিলেট বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ায় সার্টিফিকেট, ক্রেস্ট, ও পুরস্কার তুলে দেন, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মহীউদ্দিন মজুমদার, সিলেট সরকারি আলিয়ার প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হাসান ও সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।জানা যায় তিনি এছাড়াও আরো অনেক জাতীয় ও আঞ্চলিক পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশেষ করে গ্রামীনফোন কোম্পানির “ওয়াওবক্স একাই একশো ক্যাম্পেইন অ্যাওয়ার্ড-২০১৭”, “চট্টগ্রাম একাডেমি সাহিত্য সম্মাননা পুরস্কার-২০১৮” প্রভৃতি।এছাড়াও তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন রেজিস্টার্ড লেখক।বাংলাদেশ-ভারতের জাতীয় ও আঞ্চলিক অনেক পত্র-পত্রিকা,ম্যাগাজিন,দৈনিক, সপ্তাহিক,পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক প্রভৃতি জার্নালে উনার অনেক লেখা প্রকাশিত হয়েছে।ইতিপূর্বে তিনি বিএ অনার্স করেছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ও কামিল(ফিকহ/ইসলামি আইন) পড়েছেন দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা-ঢাকায়। জানা যায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের কৃতী সন্তান।এদিকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন রাসূল সাঃ এর সীরাত নিয়ে এই আয়োজনটি করেন। প্রথমে জেলা পর্যায়ে বাছাই করে; বিভাগীয় পর্যায়ে বাছাই সম্পন্ন করেন। এবার জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই কার্যক্রম জুনের মধ্যেই শুরু হবার কথা রয়েছে।
আপডেট- নাজমুল সুজন বিশ্বাস ::শার্শা (যশোর) // দৈনিক বাংলাদেশ চিত্র