![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://kalbangla.com/bdchitroo1/wp-content/uploads/2024/07/received_787272786938508-1024x576.jpeg)
লালপুর (নাটোর) প্রতিনিধি:
চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই নতুন ভবনে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে নতুন আঙ্গিকে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টার এর শুভ উদ্বোধন করেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ।
এছাড়াও এ সময় চিকিৎসক, গ্রাম্য চিকিৎসক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://kalbangla.com/bdchitroo1/wp-content/uploads/2024/07/received_490526930196275.jpeg)