খন্দকার উল্লাসের সারা জাগানো উপন্যাস “জোনাকপুর”

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাটোরের উদীয়মান কথাসাহিত্যিক খন্দকার উল্লাসের ২য় উপন্যাস জোনাকপুরের প্রি-অর্ডার শুরু হয়েছে গত ১লা জানুয়ারী ২০২৩ থেকে।
সোসিয়াল মাধ্যমে এরই মধ্যে বিভিন্ন টাইম লাইনে শোভা পাচ্ছে জোনাকপুরের প্রচ্ছদ।
২০২০ এ সারা জাগানো উপন্যাস “গোরখোদক” দিয়ে লেখক জীবনে পদার্পণ করেন খন্দকার উল্লাস,১ম প্রকাশিত উপন্যাস গোরখোদক এতটাই পাঠক সমাজে সারা ফেলে যে বইটি মাত্র ছয় মাসের ব্যাবধানে রেকর্ড পরিমাণ বিক্রি হয়ে মার্কেট স্টক আউট হয়ে যায়।
তারই ধারাবাহিকতায় এবার লেখক নিয়ে এসেছেন তার ২য় উপন্যাস “জোনাকপুর।”
লেখকের ২য় উপন্যাস সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান;
“জোনাকপুর” মূলত সামাজিক জনরার একটি উপন্যাস,যেখানে উঠে এসেছে সমাজের লুক্কায়িত নানা চরিত্র ও অবক্ষয়।
“জোনাকপুর” প্রকাশিত হবে বরাবরের মত প্রিয় প্রকাশনী নোটবুক প্রকাশ হতে,বইটির প্রচ্ছদ এঁকেছেন উদীয়মান প্রচ্ছদ শিল্পী ইশিতা আঁখি এবং সম্পাদনায় ছিলেন সাহিত্য অঙ্গনে আলোচিত সম্পাদিকা নিষাদ তামান্না।
লেখক আরও বলেন বর্তমান প্রজন্মকে বইমুখি করতে আগামীতেও তার লেখনী অব্যাহত থাকবে,নিজেকে এখন লেখক দাবি না করা খন্দকার উল্লাস সাহিত্য শ্রমিক হিসেবে মানতেই স্বাচ্ছন্দবোধ করেন।

নাটোরের উদীয়মান এই কথা সাহিত্যিক ধীরে ধীরে তারকায় রূপ নেবেন,একখন্ড নাটোরকে তুলে ধরবেন বিশ্ব মানচিত্রে,
এটাই নাটোরবাসীর প্রাণের চাওয়া।

বইটি নিম্ন পন্থায় প্রি-অর্ডার করে, একজন উদীয়মান তারকাকে এগিয়ে নিতে পাড়েন আপনি/আপনারা;

“জোনাকপুর”
একটি সামাজিক জনরার উপন্যাস।
৯ ফর্মা (১৪৪ পৃষ্ঠা/ কমবেশি হতে পারে )
মূদ্রণ মূল্য- ৩৪০ টাকা।
প্রি-অর্ডার – ২২৫ টাকা।

প্রি-অর্ডারে থাকছে ৩৫% ছাড়। সাথে থাকছে লেখকের অটোগ্রাফ।
যেকোন সংখ্যক বইয়ের জন্য কুরিয়ার খরচ ৪০ টাকা মাত্র।

প্রি-অর্ডার করতে পাড়েন প্রকাশনীর সোসিয়াল মাধ্যমের পেইজে,
পেইজ- @notebook prokash
https://www.facebook.com/notebookprokash/ এবং,

যেকোন তথ্য বা সেবার জন্য যোগাযোগ :
ফোন- ০১৭৭১৫৯৪৫০৫ অথবা, ০১৫৭৫৫৪০০০৮

Share This Article