উদ্যোক্তা রাসেল সরকার এর জন্মদিন আজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশি তরুণ মোঃ রাসেল সরকার বর্তমান সময়ে পরিচিত নাম। রাসেল একজন লেখক, সংগীত শিল্পী, মিউজিক কম্পোজার, কন্টেন্ট নির্মাতা, উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবেই বেশ পরিচিত।

২১ বছর বয়সী এই তরুণের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। শৈশবকাল থেকেই নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ তাকে এতদূর নিয়ে এসেছে।

খুব অল্প বয়সেই তিনি চালু করেন ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রতিষ্ঠান – ইউরিলিক্স। সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা, ডোমেইন, হোস্টিং, পিআর সার্ভিস সহ নানা কাজ করে এই প্রতিষ্ঠানটি।

শৈশব থেকেই লেখালেখিতে পাঠকপ্রিয়তা পান রাসেল৷ তার লেখালেখিতে প্রাধান্য পেয়েছে শিশু-কিশোর নানা বিষয়। তার প্রকাশিত উল্লেখযোগ্য বই- পরি এলো স্বপ্নে, চিলেকোঠার রহস্য।

সৃজনশীল তরুণ রাসেল ভিডিও নির্মাণ, ব্লগ লেখা, ডিজিটাল মার্কেটিং, পডকাস্ট বিষয়েও সিদ্ধহস্ত।

ইতোমধ্যে তার কম্পোজিশনে প্রকাশিত কয়েকটি মিউজিক দেশ বিদেশের অনেক প্লাটফর্মে শ্রোতাপ্রিয়তা পাচ্ছে। স্বল্পদৈর্ঘ্যের কাহিনী চিত্রেও নিপুণ দক্ষতার সাথে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

বস্ত্র প্রকৌশলে অধ্যয়নরত এই সম্ভাবনাময় তরুণ স্বপ্ন দেখে ডিজিটাল মার্কেটিং এ আরো দূর এগিয়ে যাওয়ার, দাঁড় করাতে চায় নিজের প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায়।

২০০১ সালেরব ২৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাসেল সরকার। শৈশবে বাবাকে হারিয়ে মায়ের সাথেই বেড়ে উঠা তার।

Share This Article